TWRP 3.1 for Xiaomi Redmi 4X + Flashing Method


Xiaomi Redmi 4X

আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে রুট ছাড়া আমরা পিসি দিয়ে Redmi 4X এ কিভাবে TWRP Install করবো!

TWRP Install এর জন্য আমাদের যা যা লাগবে : 1) Bootloader Unlock করা Redmi 4x Phone 2) Adb Driver /Quallacom Driver 3) TWRP Project

Bootloader Unlock:

বুট লোডার আনলক না থাকলে আপনি TWRP Install করতে পারবেন না!
তাই সবার আগে বুট লোডার আনলক করতে হবে [যাদের লক করা আছে তাদের কে বললাম শুধু] কিন্তু মজার বিষয় টা হলো আমাদের প্রায়ই সবার Redmi 4X এর ই বুটলোডার আগে থেকেই আনলক থাকে কজ গ্লোবাল রোম মারার সময় বেশির ভাগই আনলক করেই রেখে দেয় ওরা! যায় হোক বুট লোডার কিভাবে আনলক করবেন সেটা নিয়ে নাহয় অন্য কোন একদিন অলোচনা করা যাবে! @ প্রশ্ন :- আমার ফোন এর বুট লোডার আন লক নাকি লক আছে সেটা কিভাবে দেখবো? উত্তর: Setting->About Phone->Miui Verson এ কয়েক (৪-৫) বার ক্লিক করে Developer Option চালু করুন! এখন Settings- Additional Settings-Developer option- Mi Unlock Status এ দেখুন! যদি লেখা থাকে "This Device is Unlock" তাহলে বুঝবেন আপনার ডিভাইস আনলক করা আছে! আর যদি দেখেন "This Device is locked"তাহলে আপনার বুটলোডার থুক্কু আপনার ফোন এর বুটলোডার লক করা!

ADB /Quallacom Driver:

Driver Install করা সহজ! যাস্ট মাথায় রাখবেন যে আপনার উইন্ডোজ যদি ৭ হয় তাহলে ঝামেলা ছাড়াই ড্রাইভার ইন্সটল করতে পারবেন! আর যদি উইন্ডোজ ৮/১০ হয় তাহলে আগে আপনাকে সিগ্নেটার ভেরিফিকেশন অফ করে নিতে হবে! তারপর ড্রাইভার ইন্সটল করতে পারবেন! [একটু গুগল করে জেনে নিন কিভাবে অফ করবেন]

Driver Link: USB DRIVER

TWRP Flashing Method:

এটা মূলত একটা কমান্ড লাইন বলতে গেলে লিখার ঝামেলা থেকে বাচার উপায়! কম সময়ে আই মিন ৩-৪ সেকেন্ডে TWRP Flash এর উপায়

ড্রাইভার ইন্সটল হয়ে গেলে,
১) TWRP Project এর Zip টা Extract করুন!
২) জিপ এর মধ্যে ৩টি ফোল্ডার পাবেন!
৩) যেকোনো একটি ফোল্ডার Select করুন!
৪) ফোল্ডার এ থাকা Flash-Redmi 4X TWRP তে ডাবল ক্লিক করে ওপেন করুন! ৫) Redmi 4X কে ফাস্ট বুট মোড এ অন করুন [এর জন্য আপনাকে ফোন বন্ধ করে লক
বাটন আর সাউন্ড কমানোর বাটোন একসাথে চাপতে হবে] ৬) USB Cable দিয়ে পিসিতে কানেক্ট করুন ৭) এবার কমান্ড লাইন এর ওখানে কয়েক বার Enter চাপুন তাহলেই দেখবেন আপনার
Redmi 4X Recovery Mod এ অন হয়েছে!

* Download Link: TWRP Project

এরপর ও যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিও টি দেখুন:

* Video Tutorial: Redmi 4X TWRP Install

TWRP Screenshots:













Credits Goes To:- 
* Eiasir Arafat Rifat
* Estahad MriduL


[ For any kind of Information Join our FB Group ]



Comments

Popular posts from this blog

[MT6761] TWRP Recovery for Redmi 6A and ROOT Guide

[MT6582] [3.4.67] Pure AOSP Google 6.0.1 Based On Stock MM For A106

Micromax Q354 GP Flash File MT6580 6.0 Stock Firmware Rom By TechCrunch